জ্ঞানের কথা, মনের কথা
কিছু সম্পর্ক না চাইতেই এত কিছু দেয়, যে মানুষের অভ্যেস খারাপ হয়ে যায়। ধীরে ধীরে একটা অধিকারবোধ জন্ম নেয়, জন্ম নেয় প্রচুর প্রত্যাশা! ছোট ছোট ঘটনাগুলি দৈনন্দিন অভ্যেসের জায়গা নিয়ে নেয়। এবং সেগুলি না ঘটলে মন অশান্ত, অসংখ্য চিন্তা, মন খারাপ, মন কেমন জাতীয় হরেকরকম ব্যাপারস্যাপারের ভিড়...
অথচ, এই সবকিছুর মাঝে আমরা ভুলে যাই, যে যতটুকু না চাইতে পেয়েছিলাম, সেটা অপরজন মন থেকে দিয়েছিলেন। সেটি সম্পূর্ণ অন্যের ইচ্ছায় ঘটেছিল, আমাদের ইচ্ছেয় মোটেই নয়। “ইচ্ছে” নামক অনুভুতিটা অত্যন্ত ব্যাক্তিগত।
না চাইতে যতটুকু পাওয়া যায়, সেটাই আসল প্রাপ্তি।
এইত গেল জ্ঞানের কথা।
মন অবশ্য বড়ই অবুঝ। জ্ঞানের কথা এক কান দিয়ে শোনে, এবং অপর কানটির সদ্ব্যবহার করে। ওই যে বললাম ইচ্ছে ব্যাপারটা অত্যন্ত ব্যাক্তিগত! প্রত্যেকটা সম্পর্কই যদি নিয়ম মেনে চলে, তাহলে আর মজাটা রইল কই?
অতঃপর, মন অশান্ত, অসংখ্য চিন্তা, মন খারাপ, মন কেমন জাতীয় হরেকরকম ব্যাপারস্যাপারের ভিড়...
Comments