Love, As I Know It....
আচ্ছা মানলাম।
আমি তোমায় নিয়ে বড্ড বায়াসড,
তোমায় ছেড়ে থাকার কথা ভাবলেও
কাঁপুনি দিয়ে জ্বর আসে আমার।
কিন্তু অন্যদের মত অত সুন্দর করে
মনের কথা বলতে আমি পারিনা।
আর শোনো,
এমনটা তো নয় যে আমায় চেনোনা!
জানোই তো, ঠিক কতটা অপারগ আমি!
তোমায় নিয়ে এক সমুদ্র ভাবনা-চিন্তা-কল্পনা আছে
কিন্তু প্রকাশ নেই... পারিনা যে!
প্রকাশ পায় শুধুই অভিমান।
না গো, পিডিএ হবেনা আমার দ্বারা...
আর এসব তুমি ভালোই জানো
কত বছরের সম্পর্ক আমাদের তুমিই বোলো?
আজ অবধি জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করলেও
যতক্ষণে সাহস পাই, কেউ একটা ঘরে ঢুকে পড়ে
আমার এক্তিয়ার নিয়ে কম ঝগড়া করনি তুমি
তাই বলে সপ্তাহের প্রথম দিনে
কোনোরকম খবর না দিয়ে, কিচ্ছুটি না জানিয়ে
সক্কাল সক্কাল এই অসময়ের বৃষ্টিতে ভিজে
ওই পাগল করা, মন কেমন করা রূপ নিয়ে
সামনে এসে হাজির হবে এমন করে?
এইভাবে অত্যাচার করার কোনো মানে হয়?
ধুর! আজ সারাদিন কোনো কাজ করতে পারবোনা আমি।
God! I won’t be able to do a thing today!
আমি তোমায় নিয়ে বড্ড বায়াসড,
তোমায় ছেড়ে থাকার কথা ভাবলেও
কাঁপুনি দিয়ে জ্বর আসে আমার।
কিন্তু অন্যদের মত অত সুন্দর করে
মনের কথা বলতে আমি পারিনা।
আর শোনো,
এমনটা তো নয় যে আমায় চেনোনা!
জানোই তো, ঠিক কতটা অপারগ আমি!
তোমায় নিয়ে এক সমুদ্র ভাবনা-চিন্তা-কল্পনা আছে
কিন্তু প্রকাশ নেই... পারিনা যে!
প্রকাশ পায় শুধুই অভিমান।
না গো, পিডিএ হবেনা আমার দ্বারা...
আর এসব তুমি ভালোই জানো
কত বছরের সম্পর্ক আমাদের তুমিই বোলো?
আজ অবধি জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করলেও
যতক্ষণে সাহস পাই, কেউ একটা ঘরে ঢুকে পড়ে
আমার এক্তিয়ার নিয়ে কম ঝগড়া করনি তুমি
তাই বলে সপ্তাহের প্রথম দিনে
কোনোরকম খবর না দিয়ে, কিচ্ছুটি না জানিয়ে
সক্কাল সক্কাল এই অসময়ের বৃষ্টিতে ভিজে
ওই পাগল করা, মন কেমন করা রূপ নিয়ে
সামনে এসে হাজির হবে এমন করে?
এইভাবে অত্যাচার করার কোনো মানে হয়?
ধুর! আজ সারাদিন কোনো কাজ করতে পারবোনা আমি।
.......................................
Alright, accepted.
I am extremely biased about you.
Just the thought of staying away from you
Makes me sick to the core of my being.
But I cannot express myself
As beautifully as others do.
And listen,
It’s not like you don’t know me ok?
You know exactly how useless I am.
Yes, I do think about you a lot.
Desires, fantasies about you?
An ocean full of them.
But expression? No way.
The only thing that I can express is my ‘abhiman’
Sorry, I am not into PDA.
And you know all of this. Too well.
How long have we been together?
Yet, by the time I get the courage to give you the hug I want to,
Someone enters the room.
You’ve fought a lot with me about my idea of boundaries and rights
But, that doesn’t mean
That on the very first day of the week,
You’ll come and stand in front of me
With your mesmerising beauty drenched in the sudden rains
Without any prior warning.
There’s no meaning to this torture, okay?
Comments